Result Sheet of B.MEd Program 231 Term       ||     বাউবির বিএ/বিএসএস পরীক্ষা ২৯ নভেম্বর ২০২৪ থেকে শুরু        ||     Result Sheet of PGDMU Program 232 Term, 1st Semester        ||     Final and Semester result sheet of MBA Program (211 Term, 1st and 3rd Semester)        ||    

ভর্তি সংক্রান্ত

Here is the list of helpful frequently asked questions (FAQs) and answers relating to a particular subject, especially for admission, registration, payment, examination, result, certificate, and mark sheet information for students of Bangladesh Open University.

উত্তর : নির্দিষ্ট কোন একটি প্রোগ্রামে বর্তমানে ভর্তি চলছে কিনা, ভর্তির শেষ তারিখ অথবা সার্কুলারটি পেতে Academic Info Menu এর Admission Sub Menu তে ক্লিক করুন অথবা osapsnew.bou.ac.bd ওয়েবসাইটের Offered Programs-এর অপশন গুলো দেখুন।

উত্তর : ‍SSC ও HSC প্রোগ্রামে ভর্তি হতে osapsnew.bou.ac.bd ওয়েবসাইটে Open School অপশনে সংশ্লিষ্ট প্রোগ্রামটির Apply now অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে। সাবজেক্ট সিলেক্ট পূর্বক অনলাইনে পেমেন্ট সম্পন্ন করে আবেদনে উল্লেখিত স্কুলে/কলেজে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। BA/BSS প্রোগ্রামের ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট জেলার বাউবি’র অফিসে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিতে হবে।

অন্যান্য প্রোগ্রাম গুলোর সঠিক ভর্তি প্রক্রিয়া জানতে Academic Info Menu এর Admission Sub Menu তে থাকা ভর্তির সার্কুলার টি দেখুন অথবা osapsnew.bou.ac.bd ওয়েবসাইটের Offered Programs অপশন থেকে কাঙ্খিত প্রোগ্রামটির নামের পাশে থাকা View Details বাটনে ক্লিক করুন।

উত্তর : OSAPS Helpline-এর নম্বর গুলোতে যোগাযোগ করতে হবে অথবা help.osaps@bou.ac.bd তে ইমেইল করতে হবে।

উত্তর : অনলাইন আবেদন চলাকালীন osapsnew.bou.ac.bd ওয়েবসাইটে যে জেলায় ভর্তি হতে চান সেটা সিলেক্ট করলে উক্ত জেলার সকল স্টাডি সেন্টার বা স্কুল এর তালিকা দেখা যাবে। এছাড়াও সংশ্লিষ্ট জেলার বাউবি’র অফিস থেকে স্টাডি সেন্টারের তালিকা সংগ্রহ করা যাবে।

উত্তর : LLB ও Honor’s (BA/BSS) প্রোগ্রাম ২টি শুধুমাত্র উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে রয়েছে। অন্য কোন জেলায় কোর্স ২টি করার সুযোগ আপাতত নেই।

Master’s (MA/MSS) প্রোগ্রামটির ঢাকা ও রাজশাহী তে স্টাডি সেন্টার রয়েছে। এছাড়া অন্য কোন জেলায় কোর্স টি করার সুযোগ আপাতত নেই।

উত্তর : অনলাইন আবেদন চলাকালীন osapsnew.bou.ac.bd ওয়েবসাইটে যে জেলায় ভর্তি হতে চান সেটা সিলেক্ট করলে উক্ত জেলায় সায়েন্স/ব্যবসায় শিক্ষার কোন স্টাডি সেন্টার থাকলে Group/Major অপশনে সেটা দেখা যাবে।

যদি শুধুমাত্র Humanities অপশনটি থাকে তাহলে ঐ জেলায় সায়েন্স/ব্যবসায় শিক্ষার কোন স্টাডি সেন্টার নেই, এক্ষেত্রে সায়েন্স/ব্যবসায় শিক্ষায় পড়তে হলে অন্য কোন জেলা সিলেক্ট করতে হবে। অন্যথায় Humanities শাখায় পড়তে হবে।

উত্তর : সংশ্লিষ্ট প্রোগ্রামের যোগ্যতা থাকা সাপেক্ষে বাউবি’র সকল প্রোগ্রামেই যে কোন বয়সে ভর্তি হওয়া যায়।

উত্তর : কোন প্রোগ্রামে ভর্তি হতে জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্মসনদ, সকল সার্টিফিকেট এবং মার্কশিট এর মূলকপি ও সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি লাগবে। মূলকপি গুলো সংশ্লিষ্ট অফিস কর্তৃক যাচাই পূর্বক সাথে সাথে ফেরত দেওয়া হয় এবং সত্যায়িত ফটো কপি গুলো জমা রাখা হয়।

উত্তর : ভর্তির এক সপ্তাহের মধ্যে অফিসে কাগজ জমা দিতে হবে।

উত্তর :সাধারণত শুক্রবার ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও কিছু কিছু প্রোগ্রামে সপ্তাহের অন্যান্য দিনেও ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এক্ষেত্রে সংশ্লিষ্ট স্টাডি সেন্টার বা আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করে সঠিক তথ্য জেনে নিতে হবে।

উত্তর : নির্দিষ্ট বয়স পর্যন্ত এনআইডি না থাকা সাপেক্ষে অনলাইন জন্মসনদ দিয়ে ভর্তি হওয়া যাবে।

উত্তর : নির্দিষ্ট কোন সিলেবাস বা বই নেই। ভর্তি সার্কুলারে উল্লেখিত বিষয়ের ওপর ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র করা হয়।

উত্তর : সঠিক ওয়েব ঠিকানা ব্যবহারের পরও যদি ওয়েবসাইটে ঢোকা না যায় তাহলে OSAPS Helpline -এ যোগাযোগ করতে হবে অথবা help.osaps@bou.ac.bd তে মেইল করতে হবে।

উত্তর : কাগজ জমা দেওয়ার ১ মাসের মধ্যেও যদি প্রোফাইলে “Approved/Confirmed as Student” অপশনটি ক্রস দেখায়, তাহলে সংশ্লিষ্ট জেলার বাউবি’র আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

উত্তর : যে সকল প্রোগ্রামে সরাসরি ভর্তি হওয়া যায়, যে সকল প্রোগ্রামে মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটার ব্যবহারের প্রয়োজন নেই। আর যে সকল প্রোগ্রামে আবেদনের পর ভর্তি পরীক্ষার মাধ্যমে উর্ত্তীর্ণ হতে হয়, সে সকল প্রোগ্রামে মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটা সুবিধা প্রাপ্তির জন্য অনলাইনে আবেদনের সময় কোটা উল্লেখ করতে হবে এবং সংশ্লিষ্ট আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে কোটার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র সহ লিখিত আবেদন করতে হবে।

উত্তর : ভর্তির মেয়াদ শেষে পুনারায় মেয়াদ বৃদ্ধি না করলে ভর্তির সুযোগ নাই। বিলম্ব ফি এর বিষয়টি পরবর্তী বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে।

উত্তর : এইচএসসি সমমানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা সম্পন্নকারী শিক্ষার্থীরা BA/BSS প্রোগ্রামে ভর্তি হতে পারবে।

উত্তর : না, কোন ফি জমা দিতে হবে না। ১ম সেমিস্টারে ভর্তির টাকার সাথেই আইডি কার্ড বাবদ ফি নিয়ে নেওয়া হয়। তাই পরবর্তীতে আইডি কার্ড নেওয়ার সময় কোন ফি প্রদান দিতে হবে না।

উত্তর : ডুপ্লিকেট আইডি কার্ড নেওয়ার জন্য বাউবি’র আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে সরাসরি গিয়ে আবেদন করতে হবে। ডুপ্লিকেট আইডি কার্ড বাবদ ৫০০ টাকা (সাথে পেমেন্ট চার্জ প্রযোজ্য) ফি প্রদান করতে হবে। আবেদনপত্রের সাথে পত্রিকার পেপার কাটিং, জিডি’র কপি ও জাতীয় পরিচয়পত্র/ জন্মসনদের ফটোকপি জমা দিতে হবে।

উত্তর : না, ভর্তি হওয়ার পর বাউবি থেকে বই সংগ্রহের সময় আলাদা কোন ফি জমা দিতে হবে না।

উত্তর : তথ্য সংশোধনের জন্য বাউবি’র আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে সঠিক তথ্যের প্রমাণক (যেমন: সনদ, নম্বরপত্র, এনআইডি, অনলাইন জন্ম সনদ ইত্যাদি) সহ লিখিত আবেদন করতে হবে । আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্র কর্তৃক প্রয়োজনীয় যাচাই বাছাই পূর্বক আপনার আবেদনটি আইসিটি ইউনিট-এ প্রেরণ করলে তা অনলাইনে সংশোধন করা হবে। তবে ১ম সেমিস্টার/বর্ষের পরীক্ষা হয়ে গেলে এ ধরণের সংশোধনের জন্য বাউবি’র পরীক্ষা বিভাগে যোগাযোগ করতে হবে।



রেজিস্ট্রেশন সংক্রান্ত

উত্তর : Academic Info Menu এর Registration/Class Sub Menu তে-এ গিয়ে সংশ্লিষ্ট প্রোগ্রামের নোটিশ চেক করতে হবে অথবা সংশ্লিষ্ট জেলার বাউবি’র আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্র থেকে জেনে নিতে হবে।

উত্তর : যারা ১ম সেমিস্টারে ভর্তি হয়েছিলেন শুধুমাত্র তারা পরবর্তী সার্কুলার অনুযায়ী তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে “Course Enrollment ----sem” অপশনে ক্লিক করে অনলাইনে পরবর্তী সেমিস্টার গুলোর রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে পারবেন।

উত্তর : রেজিস্ট্রেশন ফি পেমেন্টের পর পেমেন্ট স্লিপটি সংশ্লিষ্ট স্কুল/কলেজ/আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।

উত্তর : মেয়াদ শেষ হয়ে গেলে রেজিস্টেশন করা যাবে না। এক্ষেত্রে পরবর্তী মেয়াদ বাড়ানোর নোটিশ এর জন্য অপেক্ষা করতে হবে।



পেমেন্ট সংক্রান্ত

উত্তর : OSAPS Helpline -এ যোগাযোগ করতে হবে অথবা help.osaps@bou.ac.bd তে ইমেইল করতে হবে।

উত্তর : আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে osapsnew@bou.ac.bd লিংকে লগইন করে Payments অপশনে ক্লিক করুন। পেমেন্ট ডেটার ডান দিকের Action অপশনের প্রিন্ট বাটনে ক্লিক করে পেমেন্ট হিস্ট্রি ডাউনলোড করা যাবে।

উত্তর : OSAPS Helpline -এ যোগাযোগ করতে হবে অথবা help.osaps@bou.ac.bd তে ইমেইল করতে হবে।

উত্তর : OSAPS Helpline -এ যোগাযোগ করতে হবে অথবা help.osaps@bou.ac.bd তে ইমেইল করতে হবে।

উত্তর :না, ‘‘পরীক্ষা ফি’’ বাবদ আলাদাভাবে কোন ফি জমা দিতে হবে না।



পরীক্ষা, রেজাল্ট, সনদ ও নম্বরপত্র সংক্রান্ত

উত্তর : উল্লিখিত বিষয়ে তথ্য পেতে সংশ্লিষ্ট জেলার বাউবি’র আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্র বা গাজীপুর-এ অবস্থিত বাউবি’র পরীক্ষা বিভাগে যোগাযোগ করতে হবে।

উত্তর : উল্লিখিত বিষয়ে তথ্য পেতে সংশ্লিষ্ট জেলার বাউবি’র আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্র বা গাজীপুর-এ অবস্থিত বাউবি’র পরীক্ষা বিভাগে যোগাযোগ করতে হবে।

উত্তর : উল্লিখিত বিষয়ে তথ্য পেতে সংশ্লিষ্ট জেলার বাউবি’র আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্র বা গাজীপুর-এ অবস্থিত বাউবি’র পরীক্ষা বিভাগে যোগাযোগ করতে হবে।

উত্তর : উল্লিখিত বিষয়ে তথ্য পেতে সংশ্লিষ্ট জেলার বাউবি’র আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্র বা গাজীপুর-এ অবস্থিত বাউবি’র পরীক্ষা বিভাগে যোগাযোগ করতে হবে।

উত্তর : উল্লিখিত বিষয়ে তথ্য পেতে সংশ্লিষ্ট জেলার বাউবি’র আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্র বা গাজীপুর-এ অবস্থিত বাউবি’র পরীক্ষা বিভাগে যোগাযোগ করতে হবে।

উত্তর : উল্লিখিত বিষয়ে তথ্য পেতে সংশ্লিষ্ট জেলার বাউবি’র আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্র বা গাজীপুর-এ অবস্থিত বাউবি’র পরীক্ষা বিভাগে যোগাযোগ করতে হবে।

উত্তর : না, কোন ফি জমা দিতে হবে না। তবে বিশেষ ক্ষেত্রে বা জরুরী ভিত্তিতে বাউবি’র প্রধান কার্যালয় থেকে উত্তোলনের জন্য ব্যাংকের মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে হবে।

উত্তর : ডুপ্লিকেট সনদ, নম্বরপত্র বা প্রসংসাপত্র উত্তোলনের জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে।



অন্যান্য বিষয় সংক্রান্ত

উত্তর : অনলাইন ভর্তির সময় আপনার মেইলে ও মোবাইল নম্বরে আপনার আইডি পাসওয়ার্ড পাঠানো হয়েছে এবং প্রিন্টকৃত প্রোফাইলেও আইডি রয়েছে, সেখান থেকে খুজে বের করতে পারেন অথবা যে প্রতিষ্ঠানে কাগজ জমা দিয়েছেন সেখানে যোগাযোগ করতে পারেন। তারপরও সম্ভব না হলে OSAPS Helpline-এ যোগাযোগ করতে হবে অথবা help.osaps@bou.ac.bd তে ইমেইল করতে হবে।

উত্তর : osapsnew.bou.ac.bd ওয়েবসাইটের লগইন অপশনের নিচে “Forgot your Password?” বাটনে ক্লিক করে পাসওয়ার্ড রিসেট করে নিন।

উত্তর : osapsnew.bou.ac.bd ওয়েবসাইটের লগইন করে আপনার প্রোফাইলে প্রদত্ত পাসওয়ার্ড পরিবর্তনের অপশন থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন।

উত্তর : উল্লিখিত বিষয়ে তথ্য পেতে আপনার স্টাডি সেন্টার বা সংশ্লিষ্ট জেলার বাউবি’র আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

উত্তর : সাধারণত ভর্তির পর বাউবি আইডি না পাওয়ার পর্যন্ত স্টাডি সেন্টার পরিবর্তন করতে OSAPS Helpline-এ যোগাযোগ করতে হবে অথবা help.osaps@bou.ac.bd তে ইমেইল করতে হবে। বাউবি আইডি প্রোফাইলে জেনারেট হয়ে যাওয়ার পর স্টাডি সেন্টার পরিবর্তন করতে চাইলে ১ম সেমিস্টার এর পরীক্ষা হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট জেলার বাউবি’র আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

উত্তর : উল্লিখিত বিষয়ে তথ্য পেতে আপনার স্টাডি সেন্টার বা সংশ্লিষ্ট জেলার বাউবি’র আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

উত্তর : আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা জানতে Contact Menu এর Regional Centers এবং ‍Sub Regional Centers লিংক-এ ভিজিট করুন।

উত্তর : বাউবি’র প্রধান কার্যালয় রবি থেকে বৃহস্পতি বার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে এবং সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র গুলো সোম থেকে শুক্র বার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে (বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদিত ছুটির দিন ব্যতীত)।

উত্তর : উল্লিখিত বিষয়ে তথ্য পেতে আপনার স্টাডি সেন্টার বা সংশ্লিষ্ট জেলার বাউবি’র আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

উত্তর : OSAPS Helpline-এ যোগাযোগ করতে হবে অথবা help.osaps@bou.ac.bd তে ইমেইল করতে হবে।

উত্তর : হাতে লিখা কাগজের আইডি কার্ড হারিয়ে গেলে বাউবি’র বাউবি’র আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করতে হবে। ডিজিটাল প্লাস্টিক আইডি কার্ড হারিয়ে গেলে OSAPS Helpline-এ যোগাযোগ করতে হবে অথবা help.osaps@bou.ac.bd তে ইমেইল করতে হবে।

উত্তর : উল্লিখিত বিষয়ে তথ্য পেতে সংশ্লিষ্ট জেলার বাউবি’র আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

উত্তর : অফলাইন ব্যাচের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও অন্যান্য বিষয় গুলো বাউবি’র আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে স্বশরীরে গিয়ে সম্পন্ন করতে হয় বিধায় সাধারণত তাদের OSAPS এ লগইন করার প্রয়োজন নেই।

© 2024 Bangladesh Open University . All Rights Reserved. Developed & Maintenance by Computer Division, BOU.